#মধ্যমগ্রাম: মধ্যমগ্রাম রাবার ফ্যাক্টরির সামনে একটি বাসকে উদ্ধার করতে গিয়ে উল্টে গেল ক্রেন। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটে। যশোর রোডের উপরে একটি ক্রেন অন্য একটি ভাঙা বাসকে উদ্ধার করতে গিয়ে নিজেই উল্টে যায়। মধ্যমগ্রাম রাবার ফ্যাক্টরি এলাকায় ক্রেনটি বারাসতের দিকে যাবার রাস্তাতে উল্টে পড়ে থাকে রাস্তার মাঝখানে। তার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধঘন্টা সময় ধরে রাস্তার যানবাহন আটকে পরে। মধ্যমগ্রাম ট্রাফিক ও বারাসাত ডাকবাংলো মোড় ট্রাফিক এসে ওই রিকভারী ভ্যান তুলে রাস্তা স্বাভাবিক করে ।
#চিংড়িঘাটা: চিংড়িঘাটা পথ দুর্ঘটনায় প্রায় ছয় থেকে সাত জন আহত একটি গাড়ি সাইনসিটি দিক থেকে যখন সল্টলেক এর দিকে ঢুকছিল সেই সময় প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে তারপর পরপর পথচলতি কয়েকজনকে ধাক্কা মারে তাদেরকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ইতিমধ্যেই কলকাতা পুলিশের আধিকারিকের ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে।