করোনা আবহে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো হাওড়ার বিখ্যাত পর্যটন কেন্দ্র গাদিয়ারা।করোনা সংক্রমণ এড়াতে শ্যামপুর থানার অন্তর্গত এলাকায় বিকাল ৫ টার পর থেকে সমস্ত দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিলো ব্যবসায়ী সমিতি।রাজ্য সহ গোটা দেশে করোনা সংক্রমনের সংখ্যা বাড়ার সাথে সাথে, পাল্লা দিয়ে বাড়ছে হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 15 হাজার 992 জন। মৃত্যু ঘটেছে 68 জনের। গত 24 ঘন্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন 9775 জন। হাওড়ায় গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 914 জন, মৃত্যু ঘটেছে 2 জনের , সুস্থ হয়ে উঠেছেন 543 জন।ভ্যাকসিন সংখ্যা নির্দিষ্ট! তাই সকাল থেকেই হাওড়ার ধাপার মাঠ, ফোরসর রোড নিকটস্থ একাধিক সরকারী স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ভোরবেলা থেকেই দেখা যাচ্ছে প্রবীণ মানুষদের লম্বা লাইন।হনুমান জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানালেন অরূপ রায় , রাজীব বন্দোপাধ্যায়ের মতো হাওড়ার হেভিওয়েট নেতারা।আজ মঙ্গলবার , হাওড়ার মঙ্গলাহাটে , হাটের ভিড় এড়াতে ক্রমাগত মাইকিং চালানো হচ্ছে হাওড়া থানা ও হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। হনুমান জয়ন্তী উপলক্ষে হাওড়ার চিন্তমনি দে রোডের উপর অবস্থিত হনুমান মন্দিরে করোনা বিধি মেনে চলছে পূজো। পূজোর জন্য সেজে উঠেছে বঙ্গবাসী নিকটস্থ বিখ্যাত এই হনুমান মন্দির। প্রশাসনিক নির্দেশে মাস্ক বাধ্যতামূলক হওয়ার পর সোমবার দিনভোর হাওড়ার কদমতলা, ডমজুর সহ একাধিক বাজারে টহল পুলিশের, মাস্ক না পরা ব্যক্তিদের ধরপাকড় ও ওঠবস করানো হয় পুলিশের তরফ থেকে।সোমবার হাওড়ার শ্যামপুরে পথচলতি মানুষদের মাইকিং এর মাধ্যমে সচেতন, মাস্ক বিতরণ ও স্যানিটাইস করা হলো শ্যামপুর পড়িয়া পাড়া রয়েল বীণাপাণি সংঘের তরফ থেকে।পরপর চার ম্যাচ হারের পর অবশেষে সোমবার পাঞ্জাব কিংসকে হারিয়ে জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স।শেষে ব্যাট করতে নেমে কুড়ি বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় 124 রান তুলে ফেলে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের সেরা KKR এর ইওন মরগ্যান।প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূলের উত্তর হাওড়ার প্রাক্তন বিধায়ক লক্ষ্মীরতন শুক্লার, হ্যাক হয়েছে ফেসবুক ও টুইটার আকাউন্ট! সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তার মাধ্যমে এই কথা জানালেন তিনি। হাওড়ার সাইবার সেলে দায়ের হয়েছে অভিযোগ। পুরো খবর জানতে ভিডিও দেখুন উপরে।