Digha| Bangla News|| সৈকত শহর দিঘাকে প্লাস্টিক মুক্ত করার অভিযানে নামল লায়ন্স ক্লাব, দেখুন...

Bangla Digital Desk | News18 Bangla | 04:38:17 PM IST Oct 29, 2021

সমুদ্র সৈকত শহর দিঘাকে প্লাস্টিক মুক্ত করার অভিযানে নামল লায়ন্স ক্লাব অব সিঙ্গারকোন কালনার সদস্যরা, জানা গিয়েছে ২০১৯ সালের আগস্ট মাসে দিঘাতে পুরোপুরি প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছিল এবং বেশ কয়েকজন কর্মীকে নিযুক্ত করা হয়েছিল দীঘা পর্যটক কেন্দ্র এলাকায়,যে সমস্ত ব্যবসায়ী এবং পর্যটকরা প্লাস্টিক ব্যবহার করছেন তাদেরকে ধরপাকড় শুরু করার জন্য এবং যারা ব্যাবহার করবেন কিংবা বিক্রি করবেন তাদেরকে ৫০০ টাকা জরিমানা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে , কিন্তু এযাবত তেমন হবে প্লাস্টিক মুক্ত করা সম্ভব হয়ে উঠেনি । দীঘায় একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রেয়েছে প্লাস্টিক। তাই শক্রবার দীঘা কে প্লাস্টিক মুক্ত করে পরিবেশন দূষন রোধ করতে পথে নামলো বর্ধমান জেলার কালনার লায়ন্স ক্লাব অব সিঙ্গারকোন সংস্থার সদস্যরা।

লেটেস্ট ভিডিও