South 24 Parganas: ভেঙেছে নদীর বাঁধ, রাত জেগে বাঁধ মেরামতিতে হাত স্থানীয়দের

Bangla Digital Desk | News18 Bangla | 02:18:58 PM IST Dec 08, 2021

দক্ষিণ ২৪ পরগনা: জোয়ারে নদীবাঁধ ভেঙে গঙ্গাসাগর এলাকায় জল ঢোকায় পয়লাঘেরি রামকরচক কৃষ্ণনগর এলাকার বাসীন্দারা নিজেরাই রাতে বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। জলোচ্ছ্বাসের কারণে ধসে যেতে থাকে নদী বাঁধের বেশ কিছুটা অংশ। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। মহিলা ও বাচ্চাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি প্রাথমিক স্কুলে।

লেটেস্ট ভিডিও