Bangla News: গোসাবা উপ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ তৃণমূল কংগ্রেসের

Bangla Digital Desk | News18 Bangla | 01:37:51 PM IST Nov 04, 2021

দক্ষিণ ২৪ পরগনা:উপনির্বাচনে গোসাবা বিধানসভা নিজেদের দখলে রাখল শাসক শিবির। জয়লাভ করলেন দক্ষিণ ২৪ পরগনা গোসাবা বিধানসভার তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল। সুব্রত মন্ডল তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপির পলাশ রানাকে ১৪১৮৯৩ ভোটে পরাজিত করেন। এই বিধানসভা কেন্দ্রে তৃতীয় স্থান দখল করে আরএসপির অনিল মন্ডল, তার প্রাপ্ত ভোট ৩০৬৮। বিজেপি প্রার্থী পলাশ রানার প্রাপ্য ভোট ১৮৩৩৮। ভোটের নিরিখে তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল ভোট পেয়েছে ১৬০২৩১। জয় লাভ করতেই দলীয় কর্মী সমর্থকরা আনন্দে মেতে ওঠেন, চলে আবির খেলাও। /শেষকৃত্য সেরে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার হটুগঞ্জ মোড়ে। মৃত বাইক আরোহী বছর ২৮ এর মকসুদ মন্ডল। ডায়মন্ড হারবার থানার সরিষা অঞ্চলের পাঁচশতক এলাকার বাসীন্দা। জানা যায়, কুল্পি থানার কচুবেড়িয়া থেকে মৃত মকসুদ মন্ডল নিজের পিসির শ্বশুরের শেষকৃত্যে যায়। অনুষ্ঠান সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। কুল্পি ফেরার পথে হটুগঞ্জ মোড়ে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মকসুদের। ঘটনার জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ১১৭নং জাতীয় সড়ক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ করে, যানচলাচল স্বাভাবিক করে।

লেটেস্ট ভিডিও