Bangla News: বৃক্ষরোপণ এর মধ্যে দিয়ে পরিবেশ রক্ষার বার্তা পুলিশের

Bangla Digital Desk | News18 Bangla | 02:16:27 PM IST Nov 23, 2021

দক্ষিণ ২৪ পরগনা:বৃক্ষ রোপনের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় বিশেষ বার্তা দিল মইপিট কোস্টাল থানা। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সুন্দরবনের অধিকাংশ এলাকায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল। বিস্তীর্ণ এলাকার চাষযোগ্য জমি নদীর নোনা জলে ডুবে গিয়েছিল। কারণ হিসেবে যে বিষয়টি সামনে উঠে আসে, তা হল নদীর ধার বরাবর ম্যানগ্রোভ না থাকা। এদিন কুলতলীর মইপিট কোস্টাল থানার অধীন গুড়গুড়িয়া নদী এলাকায় ১০ হাজারের অধিক সুন্দরী, গরান, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির লম্বু উদ্ভিদ রোপণ করা হল। এই কাজে সহযোগিতা করতে এগিয়ে আসতে দেখা যায় স্থানীয় স্কুল-কলেজের পড়ুয়া থেকে মহিলাদের। মইপিট কোস্টাল থানার ওসি মধুসূদন পালও এদিনের অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন। নিজ হাতে বেশ কয়েকটি চারা গাছ রোপণ করে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরেন। মইপিট কোস্টাল থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। /তৃণমূল কংগ্রেসে যোগদান করলো শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক ও বিকাশভবনের সামনে বিষপানকারী সহ সংঘটনের সদস্যরা। এদিন ডায়মন্ড টকিজ হলে ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেস ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন রাজ্যের শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সম্পাদক মইদুল ইসলাম ও বিকাশ ভবনের সামনে বিষপানকারী পাঁচ জন শিক্ষিকা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

লেটেস্ট ভিডিও