#দক্ষিণ ২৪ পরগনা: শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা। ফলে এই কয়েকদিন দীর্ঘ সংখ্যক মানুষের চাপ সামলাতে হয়েছে। করোনার কারণে এমনিতেই আক্রান্তের সংখ্যা বাড়ছে জেলায়। তাই পুনরায় যাতে সংক্রমণ না বৃদ্ধি হয়, তার জন্যই এদিন স্যানিটাইজেশন এর উদ্যোগ নিয়ে ডায়মন্ডহারবার প্রশাসন অবতীর্ণ হল রাজপথে। গোটা ডায়মন্ডহারবার শহরে স্যানিটাইজেশনের কাজে নামল ডায়মন্ডহারবার প্রশাসন ও স্বাস্থ্য দফতর। এদিন ডায়মন্ড হারবার এর প্রত্যেকটি মানুষকে সচেতন করতে পথে নামে ডায়মন্ডহারবার মহকুমার মহকুমা শাসক সুকান্ত সাহা, ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ রায়, ডায়মন্ডহারবার মহকুমা পুলিশ প্রশাসন মিতুন দে, ডায়মন্ড থানার ওসি গৌতম মিত্র ও পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এদিন পথে নেমে ডায়মন্ডহারবার মহকুমা শাসক প্রত্যেকটি মানুষকে সচেতন করেন, সাথে যে কিছু সংখ্যক মানুষ মাস্ক ব্যাবহার করছেন না তাদেরকে নিজের হাতে মাস্ক পরিয়ে দেন। পাশাপাশি, ডায়মন্ডহারবারে বেশ কিছু জায়গা মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর সাথেসাথে ডায়মন্ডহারবার মার্কেটসহ আশপাশের দোকানগুলোকে বিভিন্ন সময় অনুযায়ী ভাগ ভাগ করে বন্ধ ও খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। করোনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। বসানো হয়েছে অক্সিজেন প্লান্ট, বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়।