Raas Purnima 2021: মথুরাপুরে বুর্জ খালিফা দেখতে মানুষের ঢল

Bangla Digital Desk | News18 Bangla | 10:34:20 PM IST Nov 22, 2021

দক্ষিণ ২৪ পরগনা:কলকাতার পর মথুরাপুরে বুর্জ খলিফার আদলে তৈরী হল রাসপূজার মন্ডপ। যা দেখতে ভিড় জমেছে স্থানীয় বাসিন্দাদের। সাতদিন ধরে পালিত হচ্ছে রাস উৎসব। মথুরাপুরের ঘোড়াদল বাজারে ১২ বছর ধরে চলছে এই পূজা। তবে এবছরের পূজার বিশেষ আকর্ষণ হল বুর্জ খলিফার আদলে তৈরী মন্ডপ। যা দেখতে মানুষের ঢল নামেছে ওই এলাকায়। এত মানুষের সমাগম হওয়ায় খুশি উৎসব কমিটিও। কলকাতার শ্রীভূমি তে হওয়া বুর্জ খলিফা দেখতে যেতে পারেননি অনেক প্রান্তিক এলাকার মানুষজন‌। তাদের জন‍্যই এই বুর্জ খলিফা করা হয়েছে মথুরাপুরের ঘোড়াদলে। যা দেখতে অন্যান্য আশপাশের এলাকা থেকেও হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন ঘোড়াদলে।

/আবারও ভাঙন অব্যাহত সংযুক্তা মোর্চায়। ভাঙড়ের ছয়আনি গ্রামের বেশ কিছু আই এস এফ কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। ওই এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য খইরুল ইসলামের হাত ধরে এদিন যোগদান পর্ব চলে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রোজিনা বিবির ঠিক বাড়ির পাশেই ৫৬ নম্বর বুথে এই যোগদান কর্মসূচী চলে। বিধানসভা নির্বাচনে রোজিনার ওই বুথে তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছিলেন নওসাদ সিদ্দিকির সংযুক্তা মোর্চা। সেই বুথেই এদিন মোর্চা ছেড়ে তৃণমূলে যোগদান বেশ তাতপর্যপূর্ণ।

লেটেস্ট ভিডিও