South 24 Parganas- বাবা মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী ছাত্র

Bangla Digital Desk | News18 Bangla | 02:27:58 PM IST Dec 03, 2021

দক্ষিণ ২৪ পরগনা: বাবা-মায়ের কাছে মোবাইল ফোন আবদার করে এক স্কুল ছাত্র। এরপর ওই স্কুলছাত্রকে মোবাইল ফোনের জন্য বকুনি দেয় বাবা-মা। আর মা-বাবার বকুনিতে অভিমান করেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল  স্কুল ছাত্র। মৃত, বছর ১৩-র স্কুল ছাত্র সায়ন মণ্ডল।

ট্যাংরাখালী পরশুরাম যামিনী প্রান হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সায়ন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার পশ্চিম কুমারশা পাড়া গ্রামে। এরপর পরিবারের লোকজন সায়নকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে। চিকিৎসক দেখার পর ওই স্কুলছাত্রকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে।

লেটেস্ট ভিডিও