Swastha sathi card: স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও রোগীকে ফেরালো বেসরকারি নার্সিংহোম

Bangla Digital Desk | News18 Bangla | 07:04:34 PM IST Nov 09, 2021

দক্ষিণ ২৪ পরগনা: আবারো স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও মুমূর্ষু রোগীকে ফেরালো নার্সিংহোম। বেহালা নারায়নী নার্সিংহোমে ভর্তি হতে গিয়ে বাইরে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হলো মুমূর্ষু রোগীকে। পর্ণশ্রীর বাসিন্দা বছর ৬৫ বাসুদেব ভৌমিক। বেশ কয়েকদিন আগে তার পায়ে কেটে গেছিল ,তারপর সেই পায়ে সেপটিক হয়ে যায়। পরিবারের লোকজন খুব খারাপ অবস্থায় বিদ্যাসাগর হসপিটালে ভর্তি করে বাসুদেব বাবু কে। বিদ্যাসাগর হসপিটাল থেকে বলা হয় পায়ের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। রোগীকে অন্য কোন হসপিটাল বা নার্সিং হোমে নিয়ে যান। সেইমতো পরিবারের লোকজন তাকে বেহালা নারায়নী নার্সিংহোমে নিয়ে আসে। কয়েক ঘন্টা খোলা আকাশের নিচে অপেক্ষা করতে হয় অসুস্থ রুগিকে। একটা ট্রলিও জোটেনি ওই রোগীর। খোলা আকাশের নিচে অপেক্ষা করতে হয় তাদের। স্বাস্থ্য সাথী কার্ড দেখানো সত্ত্বেও হসপিটাল ভর্তি নেয়নি রুগীকে। হসপিটাল থেকে জানানো হয় তাদের স্বাস্থ্য সাথীর বেড ফুল ।তার জন্য স্বাস্থ্য সাথী কার্ড এ কোন রুগীকে তারা ভর্তি নিতে পারবে না। যদি ক্যাশ টাকা থাকে তবে ই ভর্তি নিতে পারবে। কিন্তু এই বাসুদেব বাবুর সেই আর্থিক সামর্থ্য নেই যে নার্সিংহোমে পয়সা দিয়ে ভর্তি হতে পারে। হসপিটাল কর্তৃপক্ষের বক্তব্য গভমেন্টের নিয়ম অনুযায়ী বেড সংখ্যা যা তার ১০% রুগী ভর্তি নিতে পারবে নার্সিংহোম।

লেটেস্ট ভিডিও