#দক্ষিণ ২৪ পরগনা: শীতকালে বাঘের প্রজনন হয়। সঙ্গী খুঁজতে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে বাঘ। তাই লোকালয়ে বাঘ আসা ঠেকাতে জঙ্গল জাল দিয়ে ঘেরার উদ্যোগ নিলো বন দফতর। এদিন রামগঙ্গা রেঞ্জার অসীম কুমার দন্ডপাটের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, লোকালয়ে বাঘ আসা ঠেকাতে জঙ্গলের চারিদিকে উন্নত মানের জাল দিয়ে ঘেরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিনই রামগঙ্গা থেকে জঙ্গলের উদ্দেশ্যে জাল নিয়ে পাড়ি দিয়েছে বন দফতরের চারটি নৌকা। তিনি আরো জানান, শীতকালে বাঘের বিট হয়। তাই স্ত্রী এবং পুরুষ বাঘ তারা একে অপরের সঙ্গী খুঁজতে জঙ্গলে দৌড়াদৌড়ি করে। আর সেই সময় কোথাও জাল ঘেরা না থাকায়, নদী পারিয়ে লোকালয়ে চলে আসে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার।
তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে বছরে এক-দুবার। তার জন্য জঙ্গল এলাকার সমস্ত জায়গায় নোনা জল ঢুকে গিয়ে লবণাক্ত, তাই মিঠা জলের খোঁজে বাঘ লোকালয়ে আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও, বর্তমানে করোনা আতঙ্কে পরিযায়ী শ্রমিকরা ভিন্ রাজ্যে যেতে পারছেন না। গ্রামের বাড়িতে থেকে রোজগারের আশায়, মাছ কাঁকড়া ধরতে জঙ্গলে চলে যাচ্ছেন।