South 24 Parganas News- ঝাঁটা হাতে মন্দির পরিষ্কারের উদ্যোগ বিজেপি জেলা নেতৃত্তের

Bangla Digital Desk | News18 Bangla | 04:00:26 PM IST Dec 14, 2021

দক্ষিণ ২৪ পরগনা: ঝাঁটা হাতে মন্দির পরিষ্কারে হাত লাগালেন বিজেপির সাংগঠনিক নেতারা। যা দেখে রীতিমত অবাক স্থানীয় বাসিন্দারা। এইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশীধামের অনুষ্ঠান উপলক্ষে, দক্ষিণ ২৪ পরগণা জেলা জুড়ে অনুষ্ঠানের আয়োজন করল বিজেপি নেতৃত্ব। কাকদ্বীপ, গঙ্গাসাগর, রায়দিঘী, ডায়মন্ডহারবার সহ জেলার একাধিক জায়গায় এই উপলক্ষে 'দিব‍্য কাশী ভব‍্য কাশী' নামক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার মূল অনুষ্ঠান করা হয় রায়দিঘীতে। সেখানে উপস্থিত ছিলেন পলাশ রানা, বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক দিলীপ জাতুয়া, মথুরাপুর সাংগঠনিক জেলার সহসভাপতি সহ একাধিক নেতৃত্বরা। এদিনের অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন জায়গায় র‍্যালি বের করা হয়। ডিজিটাল ডিসপ্লে লাগিয়ে চলে প্রধানমন্ত্রীর বক্তব্যের সম্প্রচার। এছাড়াও এলাকার একাধিক মন্দির প্রাঙ্গন তারা পরিষ্কার করেন। কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষে রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে চলছে বিজেপির তরফ থেকে পূজার্চনা। কাকদ্বীপের ভুবননগর কাশীনাথ স্মৃতি সংঘের শিবালয় মন্দিরে মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি দীপঙ্কর জানা শিবের মাথায় জল ঢেলে পুজো দেন।

লেটেস্ট ভিডিও