#দক্ষিণ ২৪ পরগনা: বিগত বছরে ই-স্নান ঘিরে গঙ্গাসাগর মেলায় পূর্নার্থীদের আকর্ষণ তুঙ্গে উঠেছিল। তাই এইবার আরও এক ধাপ এগিয়ে, জেলা প্রশাসন পরিকল্পনা করছে ড্রোন থেকে আকাশ পথে জল ছিটিয়ে তীর্থ যাত্রীদের স্নান করাবার। জেলা প্রশাসন প্রতি বছর গঙ্গাসাগর মেলায় কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসে। দক্ষিন ২৪ পরগণা জেলা প্রশাসন নতুন বছরের উপহার হিসাবে গঙ্গাসাগর যাত্রীদের এই পরিষেবা তুলে দেওয়া হবে। এই নয়া পদ্ধতিতে পূর্ণ স্নানের ভিড় এড়ানো সম্ভবপর হবে বলেই মত জেলা প্রশাসনের কর্তাদের। জানা গিয়েছে, প্রাথমিক ভাবে ২০ টির মতো ড্রোন নেওয়া হবে এই স্নান যাত্রার জন্য। সংক্রান্তির দিন বিভিন্ন পাত্রে সমুদ্রের জল ভরে নিয়ে যাওয়া হবে কপিল মুনির মন্দিরে। সেখানে পুজো করে সেই পাত্র ড্রোনের সঙ্গে আটকে তা উড়িয়ে নিয়ে আসা হবে । একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে সেখানে পুণ্যার্থীদের জড়ো করে আকাশ থেকে স্নান করানোর ব্যবস্থা করা হবে। একেকবারে ১৫০ থেকে ২০০ জন পুণ্যার্থী কে এই পদ্ধতিতে স্নান করানো যাবে আশা করছেন প্রশাসনিক কর্তারা। প্রশাসনের এই পদক্ষেপ কতটা সার্থকতা লাভ করে এখন সেটাই দেখার।