Bangla News: ভাঙড়ের স্কুলে অব্যবস্থা, পরিদর্শনে বিডিও সহ জনপ্রতিনিধিরা

Bangla Digital Desk | News18 Bangla | 01:14:52 PM IST Nov 18, 2021

দক্ষিণ ২৪ পরগনা: স্কুল খোলার পরই তৎপর ভাঙড় দু নম্বর ব্লক প্রশাসন। ভাঙড় দু নম্বর ব্লকের সবকটি স্কুল পরিদর্শন করলেন বিডিও কার্তিক চন্দ্র রায়। এলাকার জনপ্রতিনিধি তথা ভাঙড় দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আরাবুল ইসলামকে সঙ্গে নিয়ে কাঠালিয়া, সাতুলিয়া, ভগবানপুর সহ একাধিক হাইস্কুল গুলি তাঁরা পরিদর্শন করেন। কাঠালিয়া হাইস্কুলে গিয়ে চরম অব্যবস্থা দেখতেপান বিডিও সহ অনান্য জনপ্রতিনিধিরা। স্কুলে অনেক বেঞ্চই ধূলোয় ভরা। কোথাও আবার ঝুল। পরিষ্কার করা হয়নি ওই সমস্ত জায়গা। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিডিও। ভগবানপুর হাইস্কুলে গিয়ে সঠিক সময়ে শিক্ষক শিক্ষিকারা এসছেন কি না তারও খোজ নেন তিনি। /স্বামী খুনে গ্রেপ্তার স্ত্রী। অভিযুক্ত সুনন্দা সামন্ত। মৃত স্বামী তোতন সামন্ত। কাকদ্বীপ কোর্টের আইনজীবী প্রদ্বীপ নায়েক জানান চলতি মাসে বাড়ি লাগোয়া একটি পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায় তোতন সামন্তের দেহ। তোতন সামেন্তর ভাই মিলন সামন্ত এরপর অভিযোগ করেন, স্ত্রী মদ্যপ অবস্থায় কিছু খাইয়ে পুকুরে ফেলে খুন করে স্বামীকে। সেই অভিযোগে পুলিশ স্ত্রী সুনন্দা সামন্ত কে গ্রেপ্তার করে। ভারতীয় দ্বন্দ বিধি ৩০২, ১২০ আইপিসি ধারায় মামলা রুজু করার পর কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

লেটেস্ট ভিডিও