#দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি তিন নম্বর বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মৎস্যজীবী বাবলু হালদার। আর ঝড়খালি দুই নম্বরের বাসিন্দা মৎস্যজীবী মিহির সরদার। দুজনে একটি ডিঙি নৌকায় চেপে সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সন্ধ্যায় সুন্দরবনের ডেল হাউস জঙ্গল এলাকায় তাদের ডিঙি নৌকাটি নোঙর করে নৌকায় রান্না করছিল। সেই সময় সুন্দরবন জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে, হঠাৎই নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘ থাবা বসিয়ে দেয় মৎস্যজীবী মিহির সরদারের কানে। নৌকা থেকে নিচে পড়ে যায় মিহির সরদার। সেই সময় বাঘ মৎস্যজীবী কে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনি কোন কিছু না ভেবে নৌকা থেকে এক লাফ দিয়ে বাঘের পিঠে চড়ে বসে মৎস্যজীবী বাবলু হালদার। বাঘের গলা জড়িয়ে ধরে ধস্তাধস্তি করতে থাকে। বেগতিক বুঝে বাঘ মিহির সরদার কে ছেড়ে দিয়ে বাবলু হালদার কে আক্রমণ করে। চলে বাঘে মানুষে রুদ্ধশ্বাস লড়াই। সেই ঘটনার বর্ণনা তুলে ধরলেন বাঘের আক্রমণ এর মুখ থেকে ফিরে আসা মৎস্যজীবী বাবলু হালদার।