কুলটিতে স্মৃতি ইরানির জনসভা

Bangla Digital Desk | News18 Bangla | 12:23:30 PM IST Apr 21, 2021

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার কুলটি বিধান সভার বিজেপি প্রার্থী অজয় পোদ্দারের সমর্থনে কুলটি এলাকায় নির্বাচনী সভায় যোগ দিতে আজ পৌঁছেছেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে  তিনি বলেন যে 10 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মনুষের স্লোগান দিয়ে সরকারে এসেছিলেন, কিন্তু তিনি বামপন্থীদের হিংসতা গ্রহণ করেছেন। আজ, বাংলায় সাধারণ মানুষের মাকে হত্যা করা হচ্ছে, বাংলার মাটি রক্তের রঙে ​​লাল হয়ে গেছে এবং টিএমসির গুন্ডারা সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি আদায় করছে। স্মৃতি ইরানি অভিযোগ করে বলেন যে দিদি চাল চুরি করে এবং তার ভাইপো কয়লা চুরি করে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্লোগানকেও আক্রমণ করেছিলেন, যেখানে টিএমসি এইবার প্রচার চালাচ্ছে যে বাংলা নিজের মেয়েকে চায়।তিনি আরো বলেন বাংলার কোনো মেয়ে তার নিজের বাড়ি থেকে চাল এবং কয়লা চুরি করে না। এ কারণেই বাংলার মানুষ এবার বিজেপিকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

লেটেস্ট ভিডিও