Kali Puja 2021: শিলিগুড়ির গেটবাজারের ইয়ুথ ক্লাবের ৪৯তম শ্যামাপুজো

Bangla Digital Desk | News18 Bangla | 01:25:01 PM IST Nov 05, 2021

#ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ির গেটবাজারে নজর কাড়ছে ইয়ুথ ক্লাবের পুজো। এই বছর ৪৯তম বছরে পা রাখল এই পুজো। সুসজ্জিত মন্ডপ এবং আলোকসজ্জা দেখতে সন্ধ্যা থেকে ভিড় জমতে শুরু করে ক্লাব প্রাঙ্গণে।

মণ্ডপে ভিন্ন ভিন্ন ধরণের আকৃতি রাখা হয়েছে। মণ্ডপের ভেতরের আলোকসজ্জা রয়েছে চোখধাঁধানো।

এদিন ক্লাবের পুজো কমিটির সেক্রেটারি সুব্রত সেন জানান, ক্লাবে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা এবং করোনাবিধি মানা হচ্ছে। সরকারি নির্দেশিকা মেনেই সবাইকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সবাই যাতে সুস্থভাবে পুজো উপভোগ করতে পারেন, তার জন্য চেষ্টায় ত্রুটি রাখেননি ক্লাবের সদস্যরা।

লেটেস্ট ভিডিও