Jagadhatri Puja 2021: শিলিগুড়ির এক্স স্টুডেন্টস ফোরামের আয়োজিত থিমপুজো, 'ধর্ম যার যার, উৎসব সবার'

Bangla Digital Desk | News18 Bangla | 11:18:46 PM IST Nov 12, 2021

#শিলিগুড়ি: দীপাবলি ও ছটপুজো শেষ হতে না হতেই শিলিগুড়ি মেতে উঠল জগদ্ধাত্রী পুজোয়। শিলিগুড়ির কলেজ লাগোয়া এলাকায় এক্স স্টুডেন্ট ফোরাম পালন করল জগদ্ধাত্রী পুজো। এবার তাঁদের পুজোর প্রথম বর্ষ। পুজোর উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। এবার তাদের থিম, ধর্ম যার যার, উৎসব সবার।

লেটেস্ট ভিডিও