Bangla News: অবশেষে হাতে শিক্ষা দফতরের নির্দেশিকা! তোরজোড় শুরু শিলিগুড়ির প্রত্যেক স্কুলে

Bangla Digital Desk | News18 Bangla | 02:14:56 PM IST Oct 30, 2021

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: অবশেষে হাতে এসে পৌঁছল স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজে পঠনপাঠনের নির্দেশিকা। প্রথম পর্যায়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছে। এদিন শিক্ষা দফতরের প্রধান সচিব মনীশ জৈন বিজ্ঞপ্তি জারি করে জানান কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর পাশাপাশি পিএইচডি (PhD) ও গবেষণার কাজও শুরু করা যাবে। তবে কি অবস্থায়ই বা রয়েছে সেই বিদ্যালয় ও কলেজগুলো? নানা সব প্রশ্ন নিয়ে হাজির হয়ে গিয়েছিল নিউজ ১৮ লোকালের  প্রতিনিধি শিলিগুড়ি নেতাজী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ঘোষের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিউজ ১৮ লোকাল । দেখুন ভিডিও...

লেটেস্ট ভিডিও