গোর্খাল্যান্ড আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা, পাহাড়ে পালন শহীদ দিবস

Bangla Editor | News18 Bangla | 10:01:14 AM IST Jul 28, 2021

#কালিম্পং: গোর্খাল্যান্ড আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরই ২৭ জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় গোটা পাহাড়জুড়ে। করোনাকালে এবছর পাহাড়জুড়ে পালিত হল শহীদ দিবস। ৩৫তম শহীদ দিবস উপলক্ষে এদিন গুরুংপন্থী মোর্চার তরফেও শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করতে কালিম্পংয়ে ১১ মাইলের শহীদবেদীতে শহীদ দিবস পালনের আয়োজন করা হয়।

এদিন শহীদবেদীতে খাদা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। এছাড়াও মোর্চার অন্যান্য নেতাকর্মীরা একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

লেটেস্ট ভিডিও