Siliguri: কাঞ্চন ভিউ টি এস্টেটে অগ্নিকাণ্ড!

Bangla Digital Desk | News18 Bangla | 08:39:09 PM IST Nov 24, 2021

শিলিগুড়ি: রাজ্য শিল্প সম্মেলনের আগে বিনিয়োগে বড়সড় ধাক্কা। এবার পাহাড়ের কাঞ্চন ভিউ টি এস্টেটের দু'শ কোটি টাকার শিল্প প্রকল্পে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। সম্প্রতি পাহাড়ের সবথেকে বড় বিনিয়োগে অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল পাহাড়বাসী। এবার সেই প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দুশ্চিন্তার কালো মেঘ জমেছে পাহাড়ে। নিছক দুর্ঘটনা না ফের সন্ত্রাসী কার্যকলাপের পথে পাহাড় তা নিয়ে চলছে জোর তরজা। গোটা ঘটনা নিয়ে কার্যত ভেঙে পড়েছেন শিল্পগোষ্ঠীটির কর্ণধার। কাঞ্চন ভিউ টি এস্টেটের গ্রুপ সুপারিন্টেনডেন্ট বিশ্বদীপক দুয়া, তরাই ইন্ডিয়ান প্ল্যানটার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এম কে মৈত্র এবং সংস্থাটির লিগাল অ্যাডভাইজার সিদ্ধেশ গুপ্তা সাংবাদিকদের মুখোমুখি হন। একদিকে রাজ্যের শিল্পের বিনিয়োগ পাশাপাশি নজরে পাহাড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি। এককথায় সাঁড়াশির চাপে রাজ্য। এই মুহূর্তে কোন পথে হাঁটে সেই দিকে তাকিয়ে পাহাড়বাসী।

লেটেস্ট ভিডিও