Siliguri Children's Day: শিলিগুড়ি স্টুডেন্টস সোসাইটির উদ্যোগে আনন্দমার্গে 'বসে আঁকো' প্রতিযোগিতা

Bangla Digital Desk | News18 Bangla | 11:39:52 PM IST Nov 15, 2021

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: আনন্দমার্গের শিশু আবাসিকদের জন্য আয়োজন করা হল অঙ্কন প্রতিযোগিতার। স্টুডেন্টস সোসাইটি অফ শিলিগুড়ি এই প্রতিযোগিতার আয়োজন করে। এই কচিকাঁচাদের বিনামূল্যে টিউশনও পড়ানো হয়। আনন্দমার্গ আশ্রমের কচিকাঁচারাও উৎসাহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন আনন্দমার্গ আশ্রমে কচিকাঁচাদের নিয়ে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিশু দিবস পালন করা হয়।

লেটেস্ট ভিডিও