দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বেসরকারিকরণের বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ পাহাড়ে

Bangla Editor | News18 Bangla | 09:05:29 AM IST Aug 28, 2021

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: ঐতিহাসিক পাহাড়ের ট্রেন দার্জিলিং হিমালয় রেলওয়েকে বেসরকারিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ির সুকনা স্টেশন-সহ পাহাড়ের বিভিন্ন স্টেশনের সামনে বিক্ষোভ প্রতিবাদ সামিল হল অনিত থাপার অনুরাগীরা। এদিন সুকনা স্টেশনে সামনে অনিত থাপা সমর্থকেরা দাবি, পাহাড় ও পাহাড়ি ট্রেন পরিষেবাকে কোনওভাবে বেসরকারিকরণ করতে দেওয়া যাবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে এই বিক্ষোভ। পাহাড়বাসীর আবেগ এই ঐতিহাসিক ট্রয়ট্রেন। এই ট্রয়ট্রেন পাহাড়ের গর্ব, একে কোনওভাবে বেসরকারিকরণ করা যাবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গোটা পাহাড়জুড়ে বিরোধিতা করা হবে।

লেটেস্ট ভিডিও