ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: 'বিজয়া' শব্দটি সঙ্গে আবেগতাড়িত হয় প্রতি বাঙালি। কারণ, এই বিজয়াই মা-বিদায়ের ভারাক্রান্ত মনকে পারে পুনর্জীবিত করে তুলতে। এমনই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ির সম্প্রীতি। রবিবার সন্ধ্যায় শহরের জ্ঞানদাসুন্দর গ্রন্থাগারের বৈঠক হলে আয়োজন করা হয় বিজয়া সম্প্রীতি আড্ডার। নানান সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের মধ্যেও সম্প্রীতির তরফে দুঃস্থ ও দরীদ্রদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
সংগঠনের কথায়, 'আমরা কখনওই নিজেদের সংগঠন বা সংস্থার সদস্য বা সদস্যা বলে মনে করি না। সম্প্রীতি সবসময় অন্য চেতনার প্রকাশ ঘটিয়েছে সমাজের কাছে। তা দুঃস্থদের সেবা করা হোক, আর ভ্যাকসিনের ব্যবস্থা করা। আজও সেই প্রতিশ্রুতির থেকে কোনও নড়চড় হয়নি। এদিনও আমরা ৩০জন দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দিয়েছি, অসুস্থদের হাতে খাবার যেমন ডিম, দুধ, সোয়াবিন সহ বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার তুলে দিয়েছি। পাশাপাশি, আমরা এদিন এক অসহায় পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য দিতে পেরেছি।'