#শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দপ্তর গোপন সূত্রের ভিত্তিতে আশিঘর মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান আটক করে। গাড়ি থেকে মোট ৫৯ কার্টুন বিদেশি মদ-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম যথাক্রমে নিতাই সাহা, পার্থ সাহা, সুবল দাস। প্রত্যেকেই শিলিগুড়ির বাসিন্দা। গাড়িটি ফুলবাড়ির দিক থেকে ইস্টার্ন বাইপাস হয়ে শিলিগুড়িতে প্রবেশ করছিল সেই সময় আশিঘর মোড়ের কাছে পুলিশ গাড়িটিকে আটক করে। অন্যদিকে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ আবার বড় সাফল্য পেল। বিপুল পরিমাণ মাদক সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম অশোক শর্মা ওরফে আকাশ বলা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি ইস্কন মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে অশোক প্রধাননগরে ট্যাবলেট সরবরাহ করতে এলাকার সার্কিট হাউসে পৌঁছোয়। পুলিশ সার্কিট হাউসে একটি গোপন অভিযান চালায়। অশোক শর্মাকে কাছ থেকে মাদক, নিষিদ্ধ ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্তের কাছ থেকে মোট ১২,৪৮০ নিষিদ্ধ মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য এক লক্ষ টাকার প্রায়। এদিন আদালতে ধৃতকে তোলা হয়।