নাবালিকার বিয়ে রুখে দিল অশোকনগর থানা ও বিডিও অফিসের প্রতিনিধিরা

Bangla Editor | News18 Bangla | 08:07:21 AM IST May 31, 2021

ফুলশরাৎ খাতুন নামে ১৭ বছরের এক নাবালিকার বিয়ে যৌথ অভিযানে রুখে দিল অশোকনগর থানা ও বিডিও অফিসের প্রতিনিধিরা। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার অন্তর্গত খোঁজদেলপুর এলাকার ১৭ বছরের নাবালিকা ফুলসুরাত খাতুনের বিয়ে ঠিক হয় বালিয়াডাঙ্গা এক পাত্রের সাথে কিন্তু পাত্রীর অমতে এই বিয়ে ঠিক হয়। সূত্র মারফত খবর পেয়ে বিডিও অফিসের লোকজন ও অশোকনগর থানার উদ্যোগে এই বিয়ে বন্ধ হয়ে যায়। মেয়ের বাবার বক্তব্য তিনি গরীব মানুষ দিন আনি দিন খায় তাই ভালো পাত্রের সন্ধান পেয়ে মেয়ের বিয়েতে মত দিয়ে দেন। অশোকনগর থানা ও বিডি অফিসের লোকজন এই বিয়ের অনুষ্ঠানে হাজির হলে বিয়ে বন্ধ হয়। সেই সঙ্গে মেয়ের বাবা ও মায়ের মুচলেকা দিতে হয় প্রশাসনের কাছে যেন ১৮ বছর না হওয়া পর্যন্ত এই মেয়ের বিয়ে না দেন তারপরও যদি লুকিয়ে বিয়ে দেন অশোকনগর থানা ও বিডিও অফিসের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবে।

লেটেস্ট ভিডিও