বীরভূমের নলহাটি থানা এলাকার এক গৃহবধূকে ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করেন নেপালের রাকেশ কুমার পান্ডে নামে এক যুবক। সেই ঘটনায় বীরভূম পুলিশ তদন্তে নেমে ওই গৃহবধূকে সুরাত থেকে উদ্ধার করে। গৃহবধূকে ফিরে পেয়ে উনার বাড়ির সদস্যরা খুশি। মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালিত রক্তদান শিবির বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে বীরভূমের রামপুরহাটের তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রামপুরহাট ব্লকের নিশ্চিন্তপুর আদিবাসী পাড়ায়। রক্তদান শিবিরটি মহিলা কর্মী সমর্থকদের দ্বারা আয়োজিত হয়। এখানে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করলেন মহিলারা। এছাড়াও পুরুষরাও এই রক্তদান শিবিরে রক্ত দান করলেন। একাধিক অভিযোগ নিয়ে সিউড়ি থানার দ্বারস্থ ভান্ডিরবন গ্রামের মহিলারা ভান্ডিরবন গ্রামের বেশ কয়েকজন মহিলা সিউড়ি থানার দ্বারস্থ একাধিক অভিযোগ নিয়ে। তাদের অভিযোগ গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি মারধর করছেন ও জ্বালাতন করছেন গ্রামবাসীদের। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক কেসের আসামি রয়েছে ওই গ্রামের বিভিন্ন মানুষ। পুলিশ তাদের ধরপাকড় করেছে, পরবর্তী ক্ষেত্রেও করা হবে।