Bengal Video| Snake: দিঘা সৈকত লাগোয়া দুটি গ্রাম থেকে উদ্ধার দুটি বিষধর সাপ

Bangla Digital Desk | News18 Bangla | 10:02:24 AM IST Oct 22, 2021

দিঘার গ্রামে ভয়ঙ্কর দুটি বিষধর সাপ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা। ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে দিঘা সৈকত লাগোয়া পদিমা গ্রামে এবং পায়া মেদিনীপুর গ্রামের বাসিন্দারা ভয়ঙ্কর দুটি সাপ দেখতে পান বাড়ির পার্শ্ববর্তী গাছের গোড়ায়, দ্রুত তারা দিঘা বনদপ্তর এ জানালে বনদপ্তর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সাপ দুটোকে উদ্ধার করে। বন কর্মীদের কাছ থেকে জানা যায় সাপ দুটি আসলে বৃহস্পতিবার বিকেলে দিঘা সৈকত লাগোয়া পদিমা গ্রামে এবং পায়া মেদিনীপুর গ্রামের বাসিন্দারা ভয়ঙ্কর দুটি সাপ দেখতে পান বাড়ির পার্শ্ববর্তী গাছের গোড়ায়, দ্রুত তারা দিঘা বনদপ্তর এ জানালে বনদপ্তর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সাপ দুটোকে উদ্ধার করে।বড় আকৃতির চন্দ্রবোড়া সাপ।

লেটেস্ট ভিডিও