East Medinipur News- বছরের প্রথম সূর্যোদয় দেখতে দিঘার সৈকতে পর্যটকদের ভিড়।

Bangla Digital Desk | News18 Bangla | 02:18:12 PM IST Jan 01, 2022

#দিঘা: একুশ পেরিয়ে বাইশে পা। বছরের প্রথম সূর্যোদয় দেখতে সকাল থেকে দিঘা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়। নতুন বছরকে স্বাগত জানাতে ৩১ ডিসেম্বর শুক্রবার থেকেই পর্যটকদের ঢল নামে দিঘায়। প্রায় দু'বছর করোনা আবহে ঘরবন্দী মানুষজন। গত বছরের প্রথম দিনে কোভিড-এর জন্য দীঘায় পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়নি। এইবছর পিছু ছাড়ছে না করোনা ভাইরাস। করোনার নতুন স্ট্রেন ওমিক্রণ ব্যাপক সংক্রমণ ঘটাচ্ছে। দেশজুড়ে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। বাদ যায়নি এ রাজ্যও। কিন্তু ওমিক্রণ আতঙ্ক উড়িয়ে দিয়ে, দিঘায় আনন্দে মেতে উঠেছেন পর্যটকেরা ।

লেটেস্ট ভিডিও