East Medinipur News- করোনা আবহে পর্যটকদের জন্য বন্ধ হল ফুলের উপত্যকা।

Bangla Digital Desk | News18 Bangla | 10:55:48 PM IST Jan 11, 2022

পাঁশকুড়া: প্রতিদিন বাড়ছে করোনার গ্রাফ। বন্ধ হচ্ছে দোকান বাজার হাট। রাজ্যজুড়ে পর্যটনকেন্দ্র আগেই বন্ধ হয়েছে। এবার পর্যটকদের জন্য বন্ধ হল ফুলের উপত্যাকা। করোনা সংক্রমণ রুখতে পাঁশকুড়া থানার পুলিশ পর্যটকদের জন্য বন্ধ করল ফুলের উপত্যাকা। পাঁশকুড়ার দোকান্ডাতে অবস্থিত ফুলের উপত্যাকা ধীরে ধীরে জেলা শহ রাজ্যে বিস্তৃতি লাভ করেছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকের ঢল নামে দেখবার মত।করোনার বাড়বাড়ন্তের ফলে ২০ জানুয়ারী পর্যন্ত ফুলের উপত্যকাতে পর্যটকদের আসা নিষিদ্ধ করল পাঁশকুড়া থানা পুলিশ।

লেটেস্ট ভিডিও