East Medinipur News- প্রাচীন তাম্রলিপ্ত নগরীর গৌরব বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগী তাম্রলিপ্ত পৌরসভা।

Bangla Digital Desk | News18 Bangla | 06:28:45 PM IST Jan 21, 2022

#তমলুক: প্রাচীন ভারতের বন্দর নগরী তাম্রলিপ্ত। প্রাচীন তাম্রলিপ্ত বন্দর নগরীর গৌরব এর কথা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগী হয়েছে তাম্রলিপ্ত পৌরসভা। তমলুকের মাটি স্পর্শ করা বিভিন্ন মনীষীদের মূর্তি স্থাপনেও উদ্যোগী হয়েছে পৌরসভা। তমলুক শহরের নানা প্রান্তে বসছে তমলুকের মাটিতে পড়া-বিভিন্ন ভারত বিখ্যাত পৃথিবী বিখ্যাত মনীষীদের মূর্তি। তাম্রলিপ্ত বন্দর নগরীতে এসেছিলেন সে সময় বিখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন সাঙ, ফা হিয়েন, ইত সাঙ। তাম্রলিপ্ত বন্দর নগরী দিয়েই সিংহল যাত্রা করেছিল সম্রাট অশোকের পুত্র, কন্যা। তমলুকে এসেছিলেন শ্রী চৈতন্যদেব। ব্রিটিশ পরাধীন ভারতবর্ষের তমলুকে এসেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র বসু। এইসব বিখ্যাত মনীষীদের স্মৃতি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে শহরের নানা জায়গায় মূর্তি স্থাপনে উদ্যোগী পৌরসভা। তমলুক স্টিমারঘাটে উন্মোচিত হয়েছে হিউয়েন সাঙ-এর মূর্তি। এছাড়াও বিভিন্ন মনীষীদের মূর্তি স্থাপন হবে শহরের নানা প্রান্তে। তাম্রলিপ্ত পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তমলুক শহরবাসী।

লেটেস্ট ভিডিও