East Medinipur News- ভেঙে পড়ছে স্কুলের বিল্ডিং, নতুন স্কুল বিল্ডিং এর দাবিতে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

Bangla Digital Desk | News18 Bangla | 05:18:20 PM IST Dec 15, 2021

পটাশপুর: করোনার কারনে প্রায় দু'বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর, খুলছে স্কুল কলেজ। কিন্তু স্কুলের তালা খুলতেই দেখা দিল স্কুলের চাঙ্গড় খসে পড়েছে, দেওয়ালে ধরছে ফাটল। এই ছবি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের চন্দনপুর আনন্দ ইনস্টিটিউশনের। ঐ পরিস্থিতিতে অপেক্ষাকৃত ভালো ক্লাসরুম গুলোতে পড়ুয়াদের ক্লাস করানোর ব্যবস্থা করে স্কুল কৃতপক্ষ। বর্তমানে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু পঞ্চম শ্রেণী থেকে ক্লাস শুরু হলে এত পড়ুয়া দের কোথায় ক্লাস করানো হবে? এটাই প্রশ্ন।

এই পরিস্থিতে নতুন বিল্ডিং এর দাবিতে, এদিন ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিলে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে স্কুল পরিদর্শনে আসেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ও পটাশপুর দু'নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস। এদিন স্কুল কৃতপক্ষের সঙ্গে এই বিষয়ে একটি বৈঠক করেন এবং ভেঙ্গে পড়া ক্লাসরুম গুলোকে পরিদর্শন করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তারা।

লেটেস্ট ভিডিও