Bengal Giant Fish: প্রায় এক কোটি টাকার তেলিয়া ভোলা মাছ উঠল দিঘা মোহনার মৎস আড়ৎ-এ!  

Bangla Digital Desk | News18 Bangla | 09:25:57 AM IST Oct 27, 2021

প্রায় এক কোটি টাকার তেলিয়া ভোলা মাছ উঠল দিঘা মোহনার মৎস আড়ৎ এ। এবার একটা দুটো না, ৩৩ টি তেলিয়া ভোলা উঠলো মা বাসন্তী নামের একটি ট্রলারে। প্রায় এক কোটি টাকার এই তেলিয়া ভোলা মাছ দেখতে দীঘা মোহনা মৎস আড়ৎ এ ভিড় জমায় পর্যটকসহ স্থানীয়রা। জানা গেছে মঙ্গলবার দিঘা মোহনা মৎস্য আড়ৎ এ এই তেলিয়া ভোলা মাছ গুলির নিলাম হয়। প্রতিকেজি বাজার মূল্য ১২ হাজার ৬০০ টাকা করে দাম ওঠে। ৩৩ টি মাছের মূল্য প্রায় এক কোটি টাকা। এক একটি মাছের মূল্য প্রায় তিন লক্ষ টাকা করে। এর আগে একটি দুটি উঠতে দেখা যেত কিন্তু একসঙ্গে ৩৩ টি তেলিয়া ভোলা মাছ দীঘা মোহনা আড়ৎ এ এই প্রথম নিলামে উঠল।

লেটেস্ট ভিডিও