Bangla News: গভীর রাতে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ভস্মীভূত মিষ্টির দোকান

Bangla Digital Desk | News18 Bangla | 10:03:48 AM IST Nov 19, 2021

দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরে আগুন লেগে, পর পর তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে, পুড়ে ভস্মীভূত হলো মিষ্টির দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে- পূর্ব মেদিনীপুর কাঁথির কেশরকুঁদা বাসস্ট্যান্ডের "তিলত্তমা মিষ্টান্ন ভান্ডার" প্রতিদিনের মতো বন্ধ করে দোকানের মালিক সুভাষচন্দ্র কর বাড়ি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আগুন লাগে দোকানটিতে। এরপরেই দোকানে থাকা একের পর এক গ্যাস সিলিন্ডার বাস্ট হতে শুরু করে, বিকট শব্দ ও আগুনের লেলিহান শিখা দেখে ছুটে আসে এলাকার স্থানীয় মানুষজন।

এলাকাবাসী দোকানের মালিক ও দমকল বিভাগকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে অনুমান। এই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে- দোকানের মধ্যে থাকা মিষ্টি তৈরির লক্ষাধিক টাকার সামগ্রী ও বেশ কয়েক লক্ষ টাকার মিষ্টি তৈরির সরঞ্জাম। দোকানের শোকেস, বেশ কয়েকটি ফ্রিজ সহ পুড়ে ছাই হচ্ছে দোকান ঘরের চাল। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি থাকা বেশ কয়েকটি দোকান।

লেটেস্ট ভিডিও