Bangla News: কোলাঘাটে বাঘরোল ঘিরে আতঙ্ক ছড়াল! উদ্ধার করল বনদপ্তর এর কর্মীরা

Bangla Digital Desk | News18 Bangla | 10:05:25 AM IST Nov 08, 2021

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বাবুয়া মল্লিকপাড়া এলাকায় বাঘের আতঙ্কে ঘরের দরজা বন্ধ করে এলাকাবাসি। ভয়ে জড়সড়ো হয় শিশু থেকে বড় সকলেই। শনিবার সকালে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির বাড়ির দুয়ারে বসে থাকতে দেখা যায় ওই বাঘ সদৃশ একটি প্রাণীকে। পরে ওই ব্যক্তির ঘরের ভেতর লুকিয়ে পড়ে। যা দেখে আতঙ্কে পড়েন ওই বাড়ির লোকজন সহ এলাকাবাসি। বাঘ ভেবেই আতঙ্কিত হয় এলাকাবাসি খবর পেয়ে বনদপ্তরের কর্মী সহ পুলিশ জনবসতি এলাকায় এসে বাড়ির ভেতর আশ্রয় নেওয়া ওই বাঘ সাদৃশ্য প্রাণীটিকে ঘরের ভেতর ঢুকে জাল পেতে নিজেদের আয়ত্বে নিয়ে আসে। খাঁচায় বন্দী করে নিয়ে যায় বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর এর কর্মীরা জানান এটি বাঘ নয় বাঘরোল।

লেটেস্ট ভিডিও