ম্যানগ্রোভ প্লান্টেশনের প্রস্তুতিতে সেজে উঠছে নার্সারি

Bangla Editor | News18 Bangla | 08:47:29 AM IST Aug 25, 2021

Mangrove Plantation এর প্রস্তুতিতে সেজে উঠছে নার্সারি। উপকূল রক্ষায় ম্যানগ্রোভ অরন্য তৈরি  ও পরবর্তী সময়ে সেগুলি রক্ষনবেক্ষন এর উদ্দেশ্যে খেজুরির নিজ্কশবা জুড়ে ম্যানগ্রোভ চারাগাছের নার্সারি তৈরির কাজ চলেছে পুরো দমে। মূলত কাঁকড়া, খলসি, পেয়ারা বাইন, টক ক্যাওড়া, হরগোজা, মট গরাণ প্রজাতির গাছ বেড়ে উঠছে এখানে। ইয়াস পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূল রক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় ম্যানগ্রোভ গাছ লাগানোর নির্দেশ দিয়েছিলেন। সেইমতো পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ম্যানগ্রোভ গাছ লাগানোর কাজ চলছে জোর কদমে।

লেটেস্ট ভিডিও