মহিষাদলের মায়াচর ও অমৃতবেড়িয়া মধ্যে বিনা অনুমতিতে চলছে নৌকা পারাপার। মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দনীপুর ঘাট থেকে মহিষাদল ব্লক এর নদী দ্বীপ মায়াচরের সঙ্গে চলছে নৌকা পারাপার। প্রশাসনের অনুমতি না নিয়েই এই নৌকো যাতায়াত করছে। মহিষাদলের নদী দ্বীপ মায়াচর। মহিষাদলের মূল ভূখণ্ডের সঙ্গে যাতায়াতের একমাত্র উপায় জলপথ। মায়াচর মহিষাদলের মূল ভূখণ্ডের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদ। চিকিৎসা কিংবা কাজের জন্য মায়াচরের বাসিন্দাদের মহিষাদলের আসার প্রধান উপায় নদীর জলপথ। একসময় প্রশাসনের অনুমতিতেই নৌকা চলাচল চালু থাকলেও বর্তমানে তা বন্ধ। ২০১৮ সালের দূর্গা পূজার আগে এই নদীপথে নৌকাডুবিতে মারা যায় চারজন। তারপর থেকেই প্রশাসন নৌকো না চালানোর সিদ্ধান্ত নেয়। আগে মাঝিরা লিজ চুক্তির মাধ্যমে এই নদী ঘাটগুলো দায়িত্ব পেত। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ টেন্ডার ডেকে জেলার নদী ঘাট গুলি খেয়া পারাপারের জন্য লিজ দেওয়ার কাজ করত। নৌকাডুবির পর বন্ধ হয়ে যায় খেয়া পারাপার। বর্তমানে মাঝিরা প্রশাসনের অনুমতি না নিয়েই নৌকা পারাপার করছে। সাধারণ মানুষের কাছে উপায় না থাকায় ঝুকি নিয়েই নৌকায় চড়ে বসছে।