East Medinipur News- সেতু যেন মরণফাঁদ! বার বার দুর্ঘটনার শিকার এলাকাবাসী।

Bangla Digital Desk | News18 Bangla | 04:58:38 PM IST Jan 15, 2022

#কোলাঘাট: হিরাপুরের সেতু যেন মরণ ফাঁদ।পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েতের হীরাপুর গ্রামে, সোয়াদিঘি খালের উপরে কাঠের সেতু প্রায় পাঁচ বছর ধরে ভগ্ন প্রায়। প্রায় প্রত্যেকদিনই ছোট বড়ো দুর্ঘটনা লেগেই থাকে। এই কাঠের সেতু দিয়ে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ এর যাতায়াত। একটি হাইস্কুল, দুটি জুনিয়ার স্কুল, একটি মাদ্রসা ও একটি প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীরা যাতায়াত করে। যদিও করোনা পরিস্থিতিতে  বর্তমানে স্কুল বন্ধ। কিন্তু প্রতিদিন বহু মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। বহু মানুষ ব্রিজ থেকে পড়ে আহত হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বারে বারে তারা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিডিও, জেলা পরিষদ সহ বিভিন্ন প্রশাসনিক স্তরে জানিয়েও কোন সুরাহা হয়নি। বছরের পর বছর এই সেতুর বেহাল দশা। যে কোনো মহুর্তে এই সেতু হুড় মুড়িয়ে ভেঙ্গে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।

লেটেস্ট ভিডিও