East Medinipur News- মিড ডে মিলের চাল নিয়ে ধন্দে কোলাঘাটবাসী।

Bangla Digital Desk | News18 Bangla | 08:20:05 PM IST Jan 20, 2022

#কোলাঘাট: স্কুলের পঠন পাঠন বন্ধ। করোনা আবহে স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল বাবদ সামগ্রী বিতরণ চলছে প্রায় দু'বছর ধরে। এবার মিড ডে মিল সামগ্রীর চাল নিয়ে ধন্দে কোলাঘাটের মানুষজন। সম্প্রতি কোলাঘাট ব্লকের প্রতিটি স্কুলে দেওয়া হচ্ছে মিড ডে মিল সামগ্রী। মিড ডে মিল সামগ্রীতে দেওয়া চাল নিয়ে কোলাঘাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চালের সঙ্গে থাকা চালেরমতো দেখতে সাদা সাদা বস্তুকে নিয়ে ভেজাল চালের অভিযোগ ওঠে। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না জানান,  সম্প্রতি রাজ্য সরকার মিড ডে মিলে পুষ্টিযুক্ত চাল বরাদ্দ করেছে ছাত্র-ছাত্রীদের জন্য। ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্যের জন্যই এই পুষ্টিযুক্ত চাল বরাদ্দ। পুষ্টিযুক্ত চাল দেখে সাধারণ ভেজাল চালের অভিযোগ তুলছে মানুষ। ওই চাল ভেজাল নয় পুষ্টি যুক্ত চাল।

লেটেস্ট ভিডিও