WB Bangla Awas Yojana: গৃহপ্রবেশ অনুষ্ঠানে বাংলা আবাস যোজনার ঘর প্রাপকের তুলে দেওয়া হল চাবি

Bangla Digital Desk | News18 Bangla | 02:14:20 PM IST Nov 23, 2021

বৃষ্টি হলেই বাড়িতে পড়তে জল । কাঁচা মাটির বাড়িতে কোন রকম ভাবে জীবনযাপন করতেন গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষগুলো। তাদের সেই কষ্টের কথা জানিয়েছিলেন সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ কে। এবার সেই দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কষ্টে দিন ফুরোলো। মিলল বাংলা আবাস যোজনার বাড়ি। শেষ তিন বছরে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ঘর নির্মাণ হয়েছে বাংলা আবাস যোজনার। সরকারি উদ্যোগে ২২ নভেম্বর সোমবার সেই ঘরের গৃহপ্রবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতর কালসি গ্রামের এরকমই কয়েকটি বাংলা আবাস যোজনার নবনির্মিত বাড়ির শুভ সূচনা করলেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। এদিন কালসি গ্রামের বেশ কয়েকটি বাড়ি শুভ সূচনা করে বাড়ির সদস্যদের হাতে বাড়ির চাবি ও বাংলা আবাস যোজনার সার্টিফিকেট দেওয়া হয়। ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর দু'নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস, পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী, সাউথ খণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ প্রমুখ। সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ জানান, “সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতে সারা সপ্তাহ ধরে প্রায় ৮৫০টি বাড়ির বাংলা আবাস যোজনার নবনির্মিত বাড়ির শুভ সূচনা করা হবে”‌।

লেটেস্ট ভিডিও