Jagadhatri Puja 2021: নন্দকুমারের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী 

Bangla Digital Desk | News18 Bangla | 11:39:37 AM IST Nov 11, 2021

নিজের জন্মদিন অনাথ শিশুদের সাথে সেলিব্রেট করলেন কমলিকা সামন্ত

জন্মদিনে রক্তদান ও অনাথ শিশুদের মুখে আহার তুলে দিয়ে নজির গড়লেন পূর্ব মেদিনীপুরের মেচেদার কমলিকা।কিছুদিন আগে ছেলের জন্মদিন গিয়েছে আজ নিজের জন্মদিন, মা ছেলের জন্মদিন একই সাথে সেলিব্রেট করলেন মেছেদার কমলিকা সামন্ত।

মৌচাক অনাথ আশ্রমের শিশুদের সাথে নিজের জন্মদিন সেলিব্রেট করে নজির গড়লেন তিনি।

অনাথ শিশুদের সাথে নিয়ে নিজের জন্মদিনে কেক কাটলেন, এমনকি দুপুরের আহারও করলেন তাঁদের সাথে। নানান রান্নার পদ শিশুদের মুখে তুলে দিলেন নিজের জন্মদিনে।পাশাপাশি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকের সহায়তায় নিজে রক্তদানও করেন নিজের জন্মদিনে। জন্মদিনেতো বাড়িতে এমনিতেই সেলিব্রেট হয়, কিন্তু এ বছর যেন ভিন্ন চিন্তাধারা নিয়েই সেলিব্রেট করেন মেচেদার কমলিকা সামন্ত ছেলের জন্মদিনটাকেও সেলিব্রেট করলেন একই সাথে দুঃস্থ অসহায় অনাথ শিশুদের পাশে থেকে।

লেটেস্ট ভিডিও