Haldia IOCL Factory Fire- হলদিয়া আইওসিএল কারখানায় অগ্নি সংযোগের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা।

Bangla Digital Desk | News18 Bangla | 09:55:29 PM IST Dec 21, 2021

#হলদিয়া: হলদিয়ার আই ও সি এল কারখানায় আবারও আগুন। আগুনের ঘটনায় এখনো পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুরুতর আহত হয়েছে ৫০ জনের বেশী মানুষ। তাদের চিকিৎসা চলছে হলদিয়ার বিভিন্ন নার্সিংহোমে। সেখান থেকে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায়, তাদের কোলকাতা রেফার করা হয়েছে। হলদিয়া থেকে গ্রিন করিডোর করে আহতদের চিকিৎসার জন্য কোলকাতা নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কারখানায় শার্ট ডাউনের কাজ চলাকালীন আগুন লেগে যায়। আগুনে পুড়ে আহত হয় ৫০ জনের মতো মানুষ। কারখানার অন্যান্য শ্রমিকদের চেস্টায়, আহতদেরকে  সংস্থার নিজস্ব হাসপাতাল সহ অন্যান্য নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দমকলের ১৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগে। বেশিরভাগ শ্রমিক প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছে। এর আগেও বেশ কয়েকবার কারখানায় আগুন লেগেছিল। মৃত্যুও হয়েছে। তারপর আবার এই ধরনের আগুনের ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

লেটেস্ট ভিডিও