East Medinipur- বারবার দুর্যোগের কারণে নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি, বাড়ছে চাষিদের হাহাকার।

Bangla Digital Desk | News18 Bangla | 01:15:20 PM IST Dec 08, 2021

#পূর্ব মেদিনীপুর- দুর্যোগের হাত থেকে রেহাই পাচ্ছেনা পূর্ব মেদিনীপুর জেলার চাষিরা। বারবার বৃষ্টির জলে নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি। ফলে, ফসল সেভাবে ঘরে তুলতে পারছে না চাষিরা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে হলদি ও কাঁসাই নদীর তীরবর্তী অঞ্চলে, শীতকালীন সবজির পাশাপাশি অন্যান্য সবজি চাষ হয়। কিন্তু পরপর দুর্যোগের কারণে নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি। এবারও জাওয়াদের বৃষ্টির কারণে জলের তলায় সবজি ক্ষেত। শুধু নন্দকুমার নয়, জেলার পাঁশকুড়া, এগরা ও পটাশপুর সহ বিভিন্ন এলাকার সবজি চাষীরা দুর্ভোগের শিকার। অনেক টাকা খরচ করে সবজি চাষ করেও লাভের মুখ দেখছেন না তারা। বাজারে সবজির দাম আগুন হলেও, আর্থিক দুর্দশার মুখে সবজি চাষিরা।

লেটেস্ট ভিডিও