বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণবাত সতর্ক জেলা প্রশাসন। দিঘা: ঘূর্ণিঝড় আম্ফান, ইয়াসের পর এবার জোড়া ঘূর্ণবাত বঙ্গোপসাগরে। অন্ধ্র উপকূলে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় গুলাব ও মায়ানমার উপকূলে সৃষ্ট হওয়া ঘূর্ণবাতের প্রভাব পড়বে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে। মাত্র চার মাসের ব্যবধানে ফের ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণবাত। এর প্রভাবে ২৮ এবং ২৯ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় এবং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেইমতো কড়া সর্তকতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যে দিঘা সহ জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিপর্যয় মোকাবিলা করতে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনের নির্দেশে। যেকোনো পরিস্থিতিতেই সমুদ্র উত্তাল হতে পারে। পর্যটকরা যাতে বিপদের সম্মুখীন হতে না হয় সেজন্য দিঘায় হোটেল খালি করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত হোটেল গুলির বুকিং বাতিল করা হয়েছে।