Digha News- দিঘা বর্ডারে দিঘা থানা পুলিশ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে করোনা পরীক্ষা কেন্দ্র

Bangla Digital Desk | News18 Bangla | 01:34:26 PM IST Jan 12, 2022

#দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকে, প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যেভাবে বিভিন্ন এলাকায় টেস্ট করে পজিটিভ কেসের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে, তাতে উদ্বিগ্ন রয়েছে প্রশাসন। তারই ফলশ্রুতি হিসেবে এদিন দিঘা বর্ডার এলাকায় ক্যাম্প করে করোনা টেস্ট শুরু করল ব্লক স্বাস্থ্য দফতর। এছাড়াও দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে কুড়িটি বেড কে কোভিড বেড হিসেবে রূপান্তরিত করা হলো বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। দিঘা বর্ডার এলাকায় প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করে। দিঘা সহ রামনগর এক ব্লকে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তিত প্রশাসন।

লেটেস্ট ভিডিও