Purba Medinipur: দোকান ঘরকে ঘিরে পাঁশকুড়ায় সংঘর্ষ

Bangla Digital Desk | News18 Bangla | 12:10:05 PM IST Jan 15, 2022

পাঁশকুড়া: পাঁশকুড়া থানার অন্তর্গত চকগোপাল গ্রামে দ্বিতীয় তারাপীঠ মন্দিরের সামনে একটি দোকান ঘর নিয়ে দু'পক্ষের সংঘর্ষ। সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন মানুষ। স্থানীয় সূত্রে জানা যায় মন্দিরের সামনে একটি পানের ঘর দোকান ঘর নিয়ে দুই পক্ষের মধ্যে বাঁশ রড লাঠি নিয়ে সংঘর্ষ বাঁধে। পরে পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত এক বছর আগে বীরভূমের তারাপীঠ মন্দিরের আদলে পাঁশকুড়ার চকগোপাল গ্রামে একটি মন্দির তৈরি হয়। দ্বিতীয় তারাপীঠ নাম দেওয়া হয়েছে এটির। এবার সেই মন্দিরের সামনে দোকান ঘর নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

লেটেস্ট ভিডিও