East Medinipur News- ১০০ দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখতে ময়নায় কেন্দ্রীয় প্রতিনিধি দল।

Bangla Digital Desk | News18 Bangla | 08:46:41 PM IST Jan 17, 2022

#ময়না: ময়না ব্লকের এমজিএনআরইজিএ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে আসে দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দল প্রথমে ময়না ব্লক অফিসে যান। সেখান থেকে গোজিনা গ্রাম পঞ্চায়েতে যান। গোজিনা গ্রাম পঞ্চায়েতের অফিসে এমজিএনআরইজিএ প্রকল্পের সমস্ত কাগজপত্র দেখেন। কাজের জায়গায় এসে কাজকর্ম দেখেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেন তারা। সমস্ত শ্রমিকদের জব কার্ড খতিয়ে দেখেন।

লেটেস্ট ভিডিও