,পূর্ব মেদিনীপুরঃ দীঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবাহী বাস। সোমবার রাতে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে কাঁথি পিছাবনী বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের প্রায় ১৫ জন যাত্রী গুরুতর জখম হন। ঘটনাস্থলে মারা যান দুজন। জাতীয় সড়ক যানজটের সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ও কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা আহত যাত্রীদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠান। তাদের মধ্যে বেশ কয়েকজন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তির পর মারা যান আরো এক ব্যক্তি। জানা গেছে, সোমবার রাতে দীঘা কুকড়াহাটি রুটের একটি যাত্রীবাহী বাস দীঘা আসার জন্য রওনা দেয়। দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে কাঁথি পিছাবনী বাসস্ট্যাণ্ড সংলগ্ন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাসটি। এই দুর্ঘটনায় তিন জন মৃত ও আহত ১৫ জন।