#তমলুক: অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালু করে রান্না করা গরম খাবার সরবরাহের দাবিতে, আজ পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং ডি পি এর নিকট ডেপুটেশন দিল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার ইউনিয়ন। নিমতৌড়ি হাইরোড থেকে মিছিল করে তারা জেলাশাসক দফতরের সামনে সমাবেশ করেন। প্রসঙ্গত, দীর্ঘ লকডাউন এর পরিস্থিতির ফলে সারা দেশের সাথে এ রাজ্যে প্রায় ৬০০০০ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ। স্বভাবতই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে রান্না করা গরম খাবার দেওয়া হত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে, তা বন্ধ হয়ে আছে। স্বাভাবিক কারণে অপুষ্টির হার বৃদ্ধি পাচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতির দ্রুত পরিবর্তনের দাবি জানিয়েই আজ এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এন্ড হেল্পার ইউনিয়নের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ও ডি পি ও' র নিকট ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয়। এই ডেপুটেশনে পাঁচ শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী ও উপভোক্তা অংশগ্রহণ করে।