জলের তলায় নন্দকুমার ব্লকের বিস্তীর্ণ এলাকা। প্রভূত ক্ষতি পান চাষ ও মাছ চাষে। নন্দকুমার, পূর্ব মেদিনীপুর: বুধবার রাজ্যের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা জুড়ে তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াসের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস ধুয়ে মুছে দিয়েছে উপকূলবর্তী ও নদী তীরবর্তী জনজীবন। ইয়াসের তাণ্ডবে নগরীতে পরিণত হয়েছে দীঘা। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। সুন্দরী দীঘা জৌলুস হারিয়ে মৃতপ্রায় এক নগরী তে পরিণত করেছে ঘূর্ণিঝড় ইয়াস। শুধু দীঘায় নয় পূর্ব মেদিনীপুরের অন্যান্য সমুদ্র সৈকত মন্দারমনি শংকরপুর তাজপুর সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় এখন ইয়াসের ধ্বংস লীলার সাক্ষ্য বহন করছে। ঘরবাড়ি হারিয়েছে বহু মানুষ। জলের তলায় পানের বোরজ, সবজি ক্ষেত ও মাছের ভেড়ি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রকল্পে তীব্র জলোচ্ছ্বাস শুধু সমুদ্র উপকূলবর্তী গ্রামগুলিতে নয়, প্রভাব পড়েছে নদী তীরবর্তী গ্রামগুলিতে। তীব্র জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুরের নদী তীরবর্তী গ্রামগুলো ধুয়ে মুছে গেছে নদীর জলে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লক এর নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম পঞ্চায়েত জলের তলায়। সাওড়াবেড়িয়া জালপাই-১ গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ জায়গা নদীর তীব্র জলোচ্ছ্বাসে ডুবে গেছে। জলের তলায় ঘরবাড়ি, পানের বোরজ, সবজি ক্ষেত ও মাছের ভেড়ি। সব হারিয়ে মানুষ আজ নিঃস্ব অসহায় হয়ে দিন কাটাচ্ছে। জলে ভেসে গেছে সবকিছু মিলছে না ত্রাণ। শুধু খাদ্য চাই জল চাই পোস্টার হাতে রাস্তায় খেজুরির মানুষেরা। খেজুরী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী ব্লকগুলো ইয়াসের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তীব্র জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে গেছে ঘরবাড়ি পুকুর ক্ষেত। সব হারিয়ে নিঃস্ব মানুষ অসহায় ভাবে আশ্রয় নিয়েছে সরকারি আশ্রয় কেন্দ্রগুলিতে। কিন্তু সেখানেও মিলছে না পর্যাপ্ত খাওয়া-দাওয়ার পানীয় জল। সমস্যা পিছু ছাড়ছে না বিপর্যস্ত এলাকার মানুষজনকে। পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী ব্লক খেজুরী ১ ও খেজুরী ২। ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাব তীব্র জলোচ্ছ্বাসে বিপর্যস্ত এই দুটো ব্লক। বাসিন্দারা ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। হারিয়ে নিঃস্ব মানুষজন আজ রাস্তায় নেমেছে শুধু খাদ্য চাই পানীয় জল চাই পোস্টার হাতে নিয়ে। মানুষের অভিযোগ বিজেপি করার কারণে মেলেনি কোন সুরাহা, পাইনি কোনো ত্রাণ। এই অভিযোগ পেয়ে মানুষের পাশে এসে দাড়ালো খেজুরির নবনির্বাচিত বিজেপি বিধায়ক।